সিএএর বিরোধিতায় বারাণসীতে গত সপ্তাহে বড় জমায়েত ছিল। পুলিশের নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই পথে নেমেছিলেন অগুনতি মানুষ। নির্দেশ অমান্য করে পথে নামায় পুলিশ মোট ৬০ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যেই ছিলেন এক্তা এবং রবি শেখর। আর তাদের ১৪ মাসের ছোট বাচ্চা আইরা প্রায় এক সপ্তাহ ধরে বাবা-মাকে ছাড়া থাকছে।
নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে জেলে বারাণসীর দম্পতি৷ তাঁদের বাচ্চা বাড়িতে রয়েছে৷ বাবা-মা ২ জনেই জেলে থাকায় আপাতত নিঃসঙ্গ জীবন কাটছে বাচ্চাটার৷ এক্তা এবং রবি শেখর ক্লাইমেট এজেন্ডা নামে একটি এনজিও চালান৷ এই এনজিও বায়ু দূষণ নিয়ে কাজ করে৷ এনজিও চালালেও এই দম্পতি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হন৷ তাঁরা এর প্রতিবাদে রাস্তায় নামেন৷
রবি শঙ্করের মা শীতলা তিওয়ারি বলেন, “আমার ছেলে কোনও অন্যায় করেনি৷ পুলিশ তাকে গ্রেফতার করল কেন? সে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিল৷ ভাবতে পারেন, কীভাবে একটা বাচ্চা, আর মাকে ছেড়ে থাকে৷ এটা অন্যায়ে রাশ টানার কৌশল?”
বারাণসীতে প্রতিবাদ আন্দোলন চলার সময় পুলিশ এই দম্পতিকে তুলে নিয়ে যায়৷ ১৪ মাসের আইরা বাড়িতে আত্মীয়দের কাছে রয়েছে৷ তাঁদের আত্মীয়রা বলেন, এখন প্রথম কাজ হল এক্তা এবং রবির জামিন মঞ্জুর করানো৷ তারপর আদালতে আইনি লড়াইয়ের পথে যাওয়া৷