শহর কলকাতার ব্রিজগুলির স্বাস্থ্য পরীক্ষা করছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই কলকাতার বেশ কয়েকটি ব্রিজের স্বাস্থ্য খতিয়ে দেখে বেশ কিছু ত্রুটিও ধরা পড়ে। বেশ কয়েকটি ব্রিজে ফাটলও দেখা যায়। ত্রুটি খতিয়ে দেখে সেই ব্রিজগুলি মেরামত করা হয়। এবার স্বাস্থ্যপরীক্ষার জন্যে বন্ধ থাকবে চিৎপুরের ক্যানাল সার্কুলার ব্রিজ। মেরামতির কাজ চলার জেরে এবার চিৎপুরের ক্যানাল সার্কুলার ব্রিজ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ করা হবে ক্যানাল সার্কুলার ব্রিজ। সোমবার পর্যন্ত ব্রিজ মেরামতির কাজ চলবে। আর তাই সোমবার পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে পরের দিন সকাল ৭টা পর্যন্ত ব্রিজটি বন্ধ রাখা হবে।
চিৎপুরের এই ব্রিজটির স্বাস্থ্য খতিয়ে দেখার পরই ব্রিজের মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিজের একাধিক জায়গায় ফাটল রয়েছে। আর তাই বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই শুরু হবে ব্রিজের ফাটল মেরামতির কাজ। সোমবার পর্যন্ত টানা ৫ দিন রাতভর চলবে ফাটল মেরামতির কাজ। বৃহস্পতিবার রাত থেকেই চিৎপুর চত্বরে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।
টালা ব্রিজে বড় গাড়ি চলাচল বন্ধ থাকায় স্বভাবতই গত কয়েকমাস ধরে বড় গাড়ির চাপ বেড়েছিল চিৎপুরে ক্যানাল সার্কুলার ব্রিজে। রাতে বহু বড় গাড়ি চিৎপুরের এই ব্রিজ ধরে যাতাযাত করত। এবার তাই হঠাৎ করে একটানা ৭ দিন রাতভর ব্রিজ বন্ধ থাকায় যানজটের পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে পুলিশ। এমনিতেই গত কয়েকমাস ধরে চিৎপুরের এই ব্রিজের উপর গাড়ির চাপ প্রবলভাবে বেড়ে গিয়েছিল। আর তাই ব্রিজে কয়েকটি ত্রুটি ধরা পড়ায় তড়িঘড়ি সেই ত্রুটি মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্যানাল সার্কুলার ব্রিজটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেএমডিএর। কেএমডিএ-র তরফেই বৃহস্পতিবার রাত থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু হবে।