সিএএ-এনআরসি নিয়ে গোটা দেশে আগুন জ্বলছিলই। এবার নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে এনপিআর নিয়ে। একদিকে এনপিআর নিয়ে প্রধানমন্ত্রী বলছেন এক কথা। অন্যদিকে, অমিত শাহ বলছেন আর এক কথা। এই পরিস্থিতিতে দিল্লী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে লেখিকা অরুন্ধতি রায় বললেন, এনপিআর-এর তথ্য সংগ্রহের জন্য সরকারের লোক আপনার বাড়িতে গেলে ভুল তথ্য দিয়ে দেবেন। বুধবার দিল্লী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সিএএ-এনআরসি এবং এনপিআর বিরোধী একটি প্রতিবাদ মঞ্চে গিয়েছিলেন লেখিকা। সেখানে তিনি পরিষ্কার জানান, জাতীয় জনসংখ্যা রেজিস্টার, জাতীয় নাগরিক পঞ্জীর প্রথম ধাপ। নাগরিকপঞ্জীর মাধ্যমে দেশের মুসলিমদের নিশানা করা হচ্ছে।
কেন্দ্রের এই ‘বিভাজন-মূলক’ নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দিয়ে অরুন্ধতি রায় বলেন, ‘জাতীয় জনসংখ্যা রেজিস্টারের জন্য আপনার বাড়িতে সরকারের লোক যাবে। আপনার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য জানতে চাইবে। আধার বা ড্রাইভিং লাইসেন্সও চাইতে পারে। আপনার নাম বা ঠিকানা জানতে চাইলে ওঁদের ভুল তথ্য দিয়ে দেবেন। আমরা শুধু লাঠি বা গুলি খাওয়ার জন্য জন্মায়নি।’ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করেন প্রখ্যাত লেখিকা। তাঁর দাবি, ‘দিল্লীর রামলীলা ময়দানে দাঁড়িয়ে একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী। যদিও তিনি ধরা পড়ে গিয়েছেন।’