সিএএ নিয়ে যে বিপুল বিক্ষোভ তৈরি হয়েছে, তাতে চাপে পড়ে গিয়েছে বিজেপি। ঝাড়খণ্ডের ভোটের ফলেও তার প্রভাব পড়েছে বলে মানছেন দলের শীর্ষমহলই। এই পরিস্থিতিতে তাই কিছুটা পিছু হটছেন অমিত শাহ। এর আগে সংসদে ক্যাব পাশ করানোর সময় দম্ভের সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ‘তৈরি থাকুন। সারা দেশজুড়ে এনআরসি আসছে।’ কিন্তু এখন তাঁর গলায় উল্টো সুর।
অমিত শাহ এক সংবাদ সংস্থাকে জানান, ‘এই বিষয়ে কোনও বিতর্কই হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম ঠিক কথাই বলেছেন। সংসদে বা ক্যাবিনেটে কোথাও এনআরসি নিয়ে কোনও আলোচনা হয়নি।’ এরপরই অমিত শাহের দুরকম কথা নিয়ে জল্পনা শুরু হয়। যদিও রবিবার নরেন্দ্র মোদীর দাবির পর মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ‘দেশজুড়ে এনআরসি নিয়ে দু রকম কথা শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে।’
প্রসঙ্গত, একপ্রকার চাপের মুখে পড়ে গত রবিবার দিল্লীর রামলীলা ময়দানের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সালে তাঁর সরকার ক্ষমতায় আসার পর এনআরসি নিয়ে কোথাও কোনও আলোচনা হয়নি। এবার সেই সুরই শোনা গেল অমিত শাহের গলাতেও। যা দেখে অবাক রাজনৈতিক মহলের একাংশ।