গতকাল ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর স্পষ্টতই বোঝা গেছে যে, সেখানে বিজেপিকে একেবারেই উপড়ে ফেলে দিয়েছে জেএমএম, কংগ্রেস ও আরজেডি মহাজোট। মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডের শাসনেও কংগ্রেসের নেতৃত্বে আসা দেখে প্রাক্তন বিজেপি সাংসদ তথা বর্তমান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা একহাত নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একের পর এক টুইট করেছেন তিনি। লিখেছেন, ‘স্যর, আপনার জন্য একের পর এক এক জায়গায় পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেটা এখন দৃশ্যত স্পষ্ট। স্যর, হরিয়ানায় খারাপ ফলাফল না করার পর মহারাষ্ট্রে বিরোধীরা এক হয়ে যাওয়ায় আপনার পায়ের তলার মাটি সরে যাচ্ছে।’
এরপরে বলিউডি সুপারস্টার আরও লিখেছেন, ‘এটা নিশ্চিতভাবে ভারতের আসল চাণক্য শরদ পাওয়ারের নেতৃত্বের কারণে উদ্ধব ঠাকরের জন্যই হয়েছে। আর হ্যাঁ, ভুল প্রচার ও সিএএ ও এনআরসি-র কারণে অরাজকতা ছড়িয়েছে। আমি আপনাকে বলেছিলাম স্যার। পরে বলবেন না হুঁশিয়ার করিনি, সাবধান করিনি।’
কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়ে বর্তমান কংগ্রেস নেতা আরও লিখেছেন, ‘দেশের জন্য কিছু করুন। নিজের অহংকার, ফাঁকা প্রতিশ্রুতি ত্যাগ করুন।’ শত্রুঘ্নর এই মন্তব্যের পর নেটিজেনরা খুব প্রশংসা করেছেন। অনেকেই বলছেন, একদম বাস্তব কথা লিখেছেন শটগান।
শত্রুঘ্নর সঙ্গে দলের সম্পর্ক ভাল ছিল না কখনই। কিন্তু কফিনে শেষ পেরেকটা মারেন শত্রুঘ্ন নিজেই। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বিরোধী জোটের সভায় যোগ দেন পাটনার তৎকালীন সাংসদ। এরপর ভোটের আগের মুহূর্তেই বিজেপি ছেড়ে যোগ দেন কংগ্রেসে। মূলত অটল বিহারি বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণীর ঘরানার রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন এই তারকা।