ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে ত্রাতার ভূমিকা পালন করেন তিনি। বল হাতে সফলতার পরে ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। দেশের সেরা স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার মতো ফিট খেলোয়াড় দলে খুব কমই আছেন। একসময় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু নিজের পারফরম্যান্সের জোরেই আবার দলে ফেরেন। আর সফলভাবে নিজের কাজ করে চলেন।
সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলে নিয়মিত সুযোগ পেয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্টের সেই ভরসারই যেন প্রতিদান রবিবার দিলেন জাড্ডু। বেশ কঠিন সময়েই ৩১ বলে ৩৯ রানের ইনিংস খেলে ভারতকে শেষ ওয়ানডেতে জেতান তিনি। ওয়েস্ট ইন্ডিজের ৩১৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হলেও শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ তাড়াতাড়ি আউট হয়ে যাওয়ায় চাপটা এসে পরে লোয়ার মিডল অর্ডারে। সেই সময় ক্যাপ্টেন কোহলির সঙ্গে ষষ্ঠ উইকেটে ৫৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন জাদেজা। কোহলি আউট হয়ে যাওয়ার পর আবার শার্দূল ঠাকুরের সঙ্গেও ৩০ রানের পার্টনারশিপ গড়েন।
ম্যাচ শেষে জাদেজা জানান, ‘যখনই আমি সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এখনও যে সীমিত ওভারের ক্রিকেট খেলতে সক্ষম, সেটা নিজের কাছে প্রমাণ করার দরকার ছিল। বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং সবেতেই সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
শার্দূলের সঙ্গে শেষ মুহূর্তে ৩০ রানের পার্টনারশিপ ভারতের জয় নিশ্চিত করে। সেই প্রসঙ্গে জাড্ডু জানান, ‘বিরাট আউট হয়ে যাওয়ার পর ঠিক করে নিয়েছিলাম, যে করেই হোক শেষ বল পর্যন্ত আমায় ক্রিজে থাকতেই হবে। শার্দূল ব্যাট করতে আসার পরে ওকে বলেছিলাম যে ভুলভাল শট যেন না খেলে। বরং বল দেখে খেলতে। পিচ বেশ ভাল ছিল আর বল ব্যাটে আসছিল।’
কটকে ভারতের এই দুর্দান্ত জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। বিশেষ ভাবে রবীন্দ্র জাদেজারও প্রশংসা করেছেন তিনি। ‘আরেকটা জয়ের জন্য শুভেচ্ছা। চাপের মুখেও ব্যাট হাতে ভাল পারফরম্যান্স। জাদেজার ব্যাটিংয়ের উন্নতি ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ’, টুইটারে লেখেন মহারাজ। যা পেয়ে অভিভূত জাড্ডু।