একমাসের ‘মহানাটক’ শেষ হওয়ার পর সরকার গঠন হয়েছে মারাঠাভূমে। শিব সেনা-এনসিপি-কংগ্রেসের মহাজোট মহারাষ্ট্রের মসনদে বসেছে। সেই থেকে শুরু জোট সরকার ও বিজেপির প্রকাশ্যে দ্বন্দ্ব দিনদিন বেড়েই চলেছে। লোকসভায় ক্যাবের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় বেঁকে বসেন শিবসেনা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্রমাগত সুর চড়াচ্ছেন শিব সেনা। এবার শিব সেনার সাংসদ সঞ্জয় রাউত এই আইনের বিরোধিতায় তোপ দাগলেন, ‘ কারও বাপের দেশ নয় এটা’!
রবিবার টুইটারে বিজেপিকে একহাত নিয়ে রাউত বিখ্যাত কবি রাহাত ইন্দোরির কবিতার লাইন উদ্ধৃত করে লেখেন, ‘সবার রক্ত মিশে আছে এই দেশের মাটিতে, কারও বাপের দেশ নাকি ভারত!’এর আগে রাজ্যসভাতে নাগরিকত্ব সংশোধনী বিল পেশের সময় কেন্দ্রকে আক্রমণ করেছিলেন রাউত। তখন বলেছিলেন ভোটব্যাংকের রাজনীতির জন্য বিজেপি দেশে হিন্দু-মুসলিম বিভাজনের সৃষ্টি করছে। সরকার হিন্দু শরণার্থীদের দেশের কোথায় থাকার ব্যবস্থা করবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা সুপ্রিমো কেন্দ্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি জানতে চাই, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর তাঁদের কোথায় ও কীভাবে পুনর্বাসন দেবে সরকার? আমার মনে হয় না কেন্দ্রের নির্দিষ্ট কোনও পরিকল্পনা রয়েছে।’