এনআরসিও নোটবন্দীর মতো দরিদ্র-বিরোধী সিদ্ধান্ত। দেশে ক্ষমতাসীন মোদী সরকার আসলে প্রতিটা পদক্ষেপই করছে দরিদ্রদের বিরুদ্ধে। এবার কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি এমনই অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি যে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের পাশেই রয়েছেন , সে কথাও আরও একবার বুঝিয়ে দিয়েছেন তিনি। এদিন দিল্লীর ইন্ডিয়া গেটে গিয়ে বিক্ষোভকারীদের সমর্থন জানাতে সেখানে যান সোনিয়া-কন্যা।
উল্লেখ্য, গত সপ্তাহে সংসদের দুই ক্কখে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পরেই তাতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তারপরেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সোচ্চার হয় গোটা দেশ। এদিন শিক্ষার্থীদের নিয়ে মাঠে বসে প্রিয়াঙ্কা বলেন, সারা দেশে এনআরসি বাস্তবায়নে কেন্দ্রের পরিকল্পনা আসলে ‘দরিদ্র-বিরোধী’। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন দেশের দরিদ্ররাই। তাঁর প্রশ্ন, কেউ যদি তাদের জমি সম্পর্কে পুরানো নথিপত্র দিতে বলে তাহলে তাঁরা কীভাবে তা দেবেন? আপনার পরিবারের প্রবীণ সদস্যরা কি তা দেখাতে সক্ষম হবেন?
পাশাপাশি তিনি এনআরসির সঙ্গে এবং ২০১৬ সালের কেন্দ্রীয় সরকারের নোট নিষিদ্ধকরণের পদক্ষেপের মধ্যে একটি সমান্তরাল রেখা টেনে বলেন, এটি প্রয়োগ করা হলে লোকজনকে রাস্তায় নেমে লাইনে দাঁড়াতে হবে। প্রিয়াঙ্কার কথায়, ‘ওঁরা দেশকে কোথায় নামিয়ে আনছেন। নোটবন্দীর পরে তাঁরা যেভাবে পুরো দেশকে লাইনে দাঁড় করিয়েছে, সেভাবেই এখন তাঁরা পুরো দেশকে লাইনে দাঁড় করাতে চায়।ধনীরা তাঁদের পাসপোর্ট দেখাবেন, কিন্তু দরিদ্ররা ক্ষতিগ্রস্থ হবেন।’