বাংলার মানুষ ব্যাপক ভাবে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচী ‘দিদিকে বলো’কে। এক ফোনেই সমস্যার সমাধান হয়েছে বহু মানুষের। এখন চলছে কর্মসূচীর দ্বিতীয় পর্যায়। জনপ্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দোরগোড়ায়। এবার ‘দিদিকে বলো’য় ফোন করে অপারেশনের জন্যে আর্থিক সাহায্য পেলেন খড়গপুরের কমলজিৎ।
খড়গপুরের নিউ সেটেলমেন্ট এলাকার বাসিন্দা কমলজিৎ সিং। বয়স ১৭। সারা শরীরে রক্ত জমাট বেঁধে জটিল রোগে আক্রান্ত কমলজিৎ। নভেম্বর মাসে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর অবস্থা আরও সঙ্গীন। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু এত খরচের আর্থিক সামর্থ্য নেই পরিবারের। অবশেষে আশার আলো দেখাল দিদিকে বলো কর্মসূচী।
কমলজিতের পরিবার অপারেশনের ৫ লক্ষ টাকার মধ্যে ২ লক্ষ টাকা চেয়েচিন্তে জোগাড় করলেও ৩ লক্ষ টাকার ঘাটতি থাকে। দিদিকে বলো-তে ফোনের পর ২ ডেপুটি ম্যাজিস্ট্রেট কমলজিতের বাড়িতে গিয়ে তদন্ত করেন। তার পরেই সাহায্যের আশ্বাস পেয়েছে কমলজিতের পরিবার। কমলজিতের বাবা ঠেলা চালক। বয়সের কারণে অধিকাংশ দিন তার ঠেলা চলে না। সাহায্যের আশ্বাস পেয়ে খুশি তিনি।