সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ শুরু হয়েছে গোটা দেশ জুড়েই। ছাত্র-যুব সমাজ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল, বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী- সকলেই এই আইনকে ধিক্কার জানাচ্ছেন। এই আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ছিলেন প্রখ্যাত ইতিহাসবিদ রামচন্দ্র গুহও। বৃহস্পতিবারই বেঙ্গালুরুতে ১৪৪ ধারা উপেক্ষা করে প্রতিবাদ দেখাতে গিয়ে আটক হয়েছিলেন তিনি। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছিল, সংবাদমাধ্যমে বক্তব্য রাখার সময় টেনে নিয়ে যাওয়া হয় ওই বর্ষীয়ান ব্যক্তিকে। এবার সেই রামচন্দ্র গুহকেই ‘আরবান নকশাল’ বলে দেগে দিল বিজেপি! কর্ণাটক বিজেপির তরফে টুইট করে চরম নিন্দা করা হয়েছে তাঁর।
কর্ণাটক বিজেপির টুইটার পেজ থেকে একটি টুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘রামচন্দ্র গুহ কে? রামচন্দ্র একজন আরবান নকশাল। তিনি অন্ধকার জগতে কার্যকলাপ চালান। সাধারণ মানুষ তাঁকে চেনেনই না। এই ধরনের লোকেরা সন্ত্রাস করে, হিংসাত্মক আন্দোলন করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেন। মানুষকে বিক্ষোভ দেখাতে এবং হিংসা ছড়াতে উস্কানি দেন তিনি।’ এই টুইট ছড়িয়ে পড়তেই ক্ষোভ উগড়ে দেন টুইটার ব্যবহারকারীরা। একজনের মন্তব্য, ‘ছিঃ! ক্ষমতার অপব্যবহার করছে বিজেপি।’ আরেকজন আবার ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, ‘যিনি এই টুইটার হ্যাণ্ডেলটি চালাচ্ছেন, তিনি অশিক্ষিত।’