শনিবার দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ক্লাব ওয়ার্ল্ড কাপে লিভারপুল মুখোমুখি হচ্ছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর। কোনও সন্দেহ নেই, ফাইনালে ফেভারিট লিভারপুল। কিন্তু কোচ জুরগেন ক্লপ নিজেদের এগিয়ে রাখতে রাজি নন। তাঁর সাফ বক্তব্য, ‘ইউরোপের দলগুলির খেলার ধরন সম্পর্কে আমি এবং ফুটবলাররা যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু লাতিন আমেরিকার স্টাইল অব ফুটবল একেবারেই অন্যরকম। ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই দোহায় এসেছি। কিন্তু ফাইনালে ফ্ল্যামেঙ্গো কঠিন প্রতিদ্বন্দ্বিতা মেলে ধরবে বলেই মনে করি। তবে এটা ঠিক যে, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেও আনন্দের সাগরে গা ভাসানোর সুযোগ লিভারপুলের নেই। কারণ, ২৭ ডিসেম্বর লিগের ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচ রয়েছে।’
সেমিফাইনালে মেক্সিকোর মন্তেরেকে ২-১ গোলে হারিয়েছিল লিভারপুল। গোল পেয়েছিলেন কেইটা ও রবার্তো ফারমিনো। সংযোজিত সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডটির গোলেই ফাইনালের টিকিট পায় ক্লপ-ব্রিগেড। পক্ষান্তরে শেষ চারের প্রতিদ্বন্দ্বিতায় ফ্ল্যামেঙ্গো ৩-১ গোলে বশ মানিয়েছে সৌদি আরবের আল-হিলালকে।
এখনও পর্যন্ত ক্লাব ওয়ার্ল্ড কাপের স্বাদ পায়নি লিভারপুল। ২০০৫ সালে তারা রানার্স-আপ হয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয় ব্রাজিলেরই ক্লাব সাও পাওলো। তাই এবার ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে নামার আগে সতর্ক লিভারপুল ফুটবলাররা। অসুস্থতার জন্য সেমিফাইনালে না খেললেও শনিবার মাঠে নামার সম্ভাবনা উজ্জ্বল নির্ভরযোগ্য ডিফেন্ডার ভার্জিল ফন ডিকের। তিনি এদিন দলের সঙ্গে জোরকদমে অনুশীলনও করেছেন। ফাইনালে প্রথম একাদশ নিয়ে কোনও পরীক্ষানিরীক্ষা করতে নারাজ ইংলিশ ক্লাবটির জার্মান কোচ।