রবিবারই ঠিক হবে বছর শেষে ভারত কি সিরিজে অপরাজিত থাকবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচে শ্রেষ্ঠত্ব ধরে রাখার চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপর। তবে ম্যাচের আগে নিজেদের হাল্কা রাখারই চেষ্টা করছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আগের দিন ভুবনেশ্বরে পৌঁছেও শুক্রবার অনুশীলন না করে ছুটি কাটালেন তাঁরা। হোটেলের সুইমিং পুলের পাশে সতীর্থদের সঙ্গে গ্রুপ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করলেন ভারত অধিনায়ক।
ওয়ান ডে সিরিজের প্রথম দু’ম্যাচে ডাহা ব্যর্থ কোহলি। তবু নিজের ফর্ম নিয়ে তাঁকে বিন্দুমাত্র চিন্তিত বলে মনে হল না। বরং বেশ খোশমেজাজেই দেখা গেল ‘ভিকে’কে। যার অন্যতম কারণ হতে পারে বৃহস্পতিবারের আইপিএল নিলামে নিজের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাফল্য। বিশেষ করে ক্রিস মরিস, অ্যারন ফিনচ, কেন রিচার্ডসন ও ডেল স্টেইনের মতো চার তারকা ক্রিকেটারকে নিজের টিমে পাওয়াটা দারুণ স্বস্তি দিয়েছে আরসিবি অধিনায়ককে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোহলি বলেন, ‘আমাদের দলে এবার বেশ কয়েকজন দক্ষ ক্রিকেটারকে পাব। বৃহস্পতিবারের নিলামে যে আটজনকে আমরা নিয়েছি, তারা প্রত্যেকেই দারুণ কার্যকরী খেলোয়াড়। ওদের সঙ্গে নতুন মরশুম শুরু করার জন্য আমি উদগ্রীব। আশা করি, গত কয়েক মরশুমের ব্যর্থতা কাটিয়ে ২০২০ আইপিএলে আমরা ভালো ক্রিকেট উপহার দেব। আমাদের দলের ভারসাম্যও এবার যথেষ্ট ভালো। এই দল নিয়ে আমি খুশি।’