সিএএ হওয়ার পর থেকেই উত্তর-পূর্ব থেকে শুরু করে বাংলা সহ গোটা দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এবার সেই আঁচ ছড়িয়ে পড়ল বাণিজ্যনগরী মুম্বইয়ে। গতকালই ফারহান আখতার টুইট করে জানিয়েছিলেন যে, মুম্বইয়ের ক্রান্তি ময়দানে তাঁরা জড়ো হয়ে প্রতিবাদ জানাবেন। সেইমতো আজকের প্রতিবাদ মিছিলে দেখা গিয়েছে বলিউড তারকাদের। সিএএ এবং নাগরিকপঞ্জী নিয়ে পথে নেমেছিলেন স্বরা ভাস্কর, রাহুল বোস, সুশান্ত সিং, ফারহান আখতার, হুমা কুরেশি, জোয়া আখতার, রাকেশ ওমপ্রকাশ মেহেরা, মহেশ ভাট সহ আরও অনেক সেলিব্রেটিরা। সেই মিছিলে নাগরিকত্ব আইন নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে স্বরা বলেছেন, ‘এসব করে সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সিএএ-র তীব্র বিরোধিতা জানাচ্ছি আমরা। নাগরিকত্বের জন্য কেন আলাদা করে আইন পাশ করা হবে?’
এদিকে হুমা কুরেশি বলেন, ‘যেভাবে হিংসা ছড়ানো হচ্ছে, তা বন্ধ করতে হবে। যারা এই কাজ করছে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার। না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। শান্তিপূর্ণভাবে যারা মিছিল করছেন তাদের ওপর কেন আঘাত করা হচ্ছে। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুদের ওপর যেভাবে অত্যাচার করা হয়েছে তা অন্যায়। কেউ শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ জানালে কেন তারা আক্রমণের শিকার হবেন?’ সরকারকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে।