এনআরসির জেরে আসামে একধাক্কায় ঘর ছাড়া হয়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ। বাংলাতেও এনআরসি করার হুঙ্কার ছেড়েছে বিজেপি। বর্তমানে সিএএ-র জেরে উত্তাল গোটা বাংলা। বিজেপি যবে থেকে বাংলায় এনআরসি করার হুমকি দিয়েছে তবে থেকে নিজভূমে পরবাসী হওয়ার ভয়ে প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ। আত্মহত্যাও করেছেন অনেকে। এবার সেই এনআরসি আতঙ্কে আবার প্রাণ হারালেন ২ জন।
বর্ধমানের কাটোয়ায় এনআরসি আতঙ্কের জেরে মৃত্যু হল একই গ্রামে দুই ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃতেরা হলেন আবুল কাশেম শেখ (৬৮) এবং আবদুস সাত্তার শেখ (৬৫)।
দু’জনেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের পরিবারের দাবি, এনআরসি আতঙ্কের জেরেই মৃত্যু হয়েছে তাঁদের। নথি না থাকার আতঙ্কে ভুগছিলেন দু’জনেই।