বেশকিছু ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর গত ম্যাচ থেকেই জয়ে ফিরেছে রণবীর কাপুরের মুম্বই সিটি এফসি। তাই কাল মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ চিন্তিত ছিলেন জামশেদপুর কোচ ওর্তেগা। আর তার চিন্তা আরও বাড়িয়েই গতকালের ম্যাচ জিতে ফের আইএসএলের খেতাবি দৌড়ে প্রত্যাবর্তন করল মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলে পঞ্চম স্থানে এখন মহম্মদ আমিনেরা। সমসংখ্যক ম্যাচ খেলে জামশেদপুর এফসিরও পয়েন্ট ১৩। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় চতুর্থ স্থানে রয়েছে সুব্রত পালেরা।
বৃহস্পতিবার জামশেদপুরের বিরুদ্ধে ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন মুম্বই কোচ হর্হে কোস্তা। ম্যাচের তিন মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুম্বই। কিন্তু বিপিন সিংহের শট শরীর ছুড়ে বাঁচান জামশেদপুরের গোলরক্ষক সুব্রত পাল। ১৫ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন পাওলো মাচাদো। ঘরের মাঠে গোল করে জামশেদপুরকে ম্যাচে ফেরান খোসে লুইস এসপিনোসা (তিরি)।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আমিনেকে তুলে দিয়েগো কার্লোসকে নামান হর্হে কোস্তা। কারণ এ দিন একেবারই ছন্দে ছিলেন না আমিনে। কার্লোস মাঠে নামার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মুম্বই। ফলতঃ ৫৬ মিনিটেই মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করেন রেনিয়ার ফার্নান্ডেজ। তবে এর পরেও আরও কয়েকবার সুযোগ পেয়েছিল মুম্বই। তবে সেখান থেকে আর গোল আসেনি। শেষ অবধি ২-১ গোলেই ম্যাচ জিতে নেয় মুম্বই সিটি এফসি।