বর্তমানে শুধু নির্দিষ্ট কোনো কলেজ ক্যাম্পাস নয় বা রাজ্য নয়, বরং সিএএ-এর প্রতিবাদে দেশ জুড়ে বইছে প্রতিবাদের ঝড়। আজ সকালেই বেঙ্গালুরুতে ঐতিহাসিক রামচন্দ্র গুহ সহ আটক হয়েছিলেন বেশ কয়েকজন বিক্ষোভকারী। বিখ্যাত ওই ঐতিহাসিক জানিয়েছেন,’মহাত্মা গান্ধীর ছবি নিয়েছি বলে এবং সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য আমাকে আটক করা হয়েছে।’ এই আইনের বিরুদ্ধে সারা দেশের ১০ টিরও বেশি শহরে একযোগে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। জানা গেছে, দেশজুড়ে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যদিও বুধবার সন্ধে নাগাদ রাজধানী দিল্লী সহ তিনটি শহরে পুলিশ কোনও বিক্ষোভের বিষয়ে অনুমতি দিতে আপত্তি জানায়। কোনও সমাবেশেরই অনুমতি দেওয়া হয়নি দিল্লীতে ।
এদিকে লক্ষ্মৌতে বাস-পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দেওয়ার পর কোনও বড় সমাবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু সহ রাজ্যের বিভিন্ন জায়গাতেও জারি রয়েছে বিক্ষোভ সমাবেশের উপর নিষেধাজ্ঞা। তবে কলকাতা, মুম্বই, চেন্নাই, পুনে, হায়দ্রাবাদ, নাগপুর, ভুবনেশ্বর এবং ভোপালে এখনও পর্যন্ত বিক্ষোভ নিষিদ্ধ হয়নি। নাগরিকত্ব আইন গত সপ্তাহে পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভ-আন্দোলন চলছে, কখনো কখনো সেই আন্দোলন হিংসাত্মকও হয়ে উঠছে। সেই বিক্ষোভ প্রথমে উত্তর-পূর্ব, তারপর বাংলা হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে গোটা দেশেই।