বৃহস্পতিবার এনআরসি-সিএএ-এর প্রতিবাদে হিংসার আগুনে জ্বলে উঠল উত্তরপ্রদেশের লক্ষ্মৌ। যার ফলে সেখানে সকাল থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কিন্তু সেসব উপেক্ষা করেই বিক্ষোভে শামিল হয় মানুষ। জ্বালিয়ে দেওয়া হয় বাস, গাড়ি, পুলিশ পোস্ট। এমনকি পুলিশকে লক্ষ্য করে পাথরও ছোড়া হয়। শেষ অবধি বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। চলে লাঠিচার্জও।
এদিন মিছিল আটকানোর চেষ্টা করা হলে বিক্ষোভকারীরা কয়েকটি মোটরবাইক ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাম্ভাল এলাকায় জ্বালিয়ে দেওয়া হয় সরকারি বাস। একটি পুলিশ পোস্টেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় সরকারি সম্পত্তি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায়। করা হয় লাঠিচার্জ। আটক করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। পরিস্থিতি ঘোরালো দেখে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
সিএএ ও এনআরসির বিরোধিতায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে দেশজুড়ে। ১৪৪ ধারা উপেক্ষা করে দিল্লী থেকে হায়দ্রাবাদ, মহারাষ্ট্র থেকে কর্নাটক – সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভে শামিল হন হাজার হাজার মানুষ। আটক করা হয় ইতিহাসবিদ রামচন্দ্র গুহ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, সিপিএম নেত্রী সীতারাম ইয়েচুরি-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিকে।