‘সংশোধনী নাগরিকত্ব আইনের পক্ষে জোর করে ভোট দেওয়ানো হয়েছে’, এবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলল তামিলনাড়ুর শরিকদল এআইএডিএমকের এক সাংসদ। তামিলনাড়ুর এআইডিএমকের নেতা এবং রাজ্যসভার সাংসদ এস আর বালাসুব্রহ্মণ্যম। কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে সাংসদ বলেন, আমরা মুসলিম বিরোধী নই। কিন্তু বিজেপি জোরবরদস্তি বিলের পক্ষে ভোট দিতে বাধ্য করেছে। কেন্দ্রের মোদি সরকার হিন্দুরাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু এই কথাটা তারা খোলাখুলি বলতে পারছে না। তাই এইসব বিল নিয়ে হাজির হচ্ছে তারা।’ সাংসদের এই বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই বেশ অস্বস্তিতে পড়ে এনডিএ শরিক এআইএডিএমকে। এমনকি কেন্দ্রের মোদি সরকারও।
কেন্দ্রের নয়া আইনের বিরুদ্ধে সরব গোটা দেশ। বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভের খবর মিলেছে। তামিলনাড়ুও ব্যক্তিক্রম নয়। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দল ডিএমকে। আগামী ২৩ ডিসেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ডিএমকে। পাশাপাশি বাম সংগঠনগুলোও নতুন আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে। জামিয়া কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছিলেন মাদ্রাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।