নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ অবস্থা দিল্লীর। যার ফলে রাজধানীর বিস্তীর্ণ এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে ভোডাফোন এবং এয়ারটেল। অশান্তি রুখতে বন্ধ করা হয়েছে ভয়েস কল এবং এসএমএস পরিষেবাও। সরকারি নির্দেশ মেনেই বন্ধ হয়েছে পরিষেবা, এমনই জানানো হয়েছে এয়ারটেল কর্তৃপক্ষের তরফে।
জানা গিয়েছে, ওয়ালড সিটি, মান্ডি হাউস, সীলামপুর, জাফরবাদ, মুস্তাফাবাদ, জামিয়া নগর, শাহীনবাগ এবং বাওয়ানা এলাকায় বন্ধ রয়েছে পরিষেবা। দিল্লীর সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক এলাকা আইটিও-তেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা। এই এলাকাতেই রয়েছে বিভিন্ন মিডিয়া অফিস। এছাড়াও উত্তর-পূর্ব দিল্লীর ব্রিজপুরীতেও বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।
ইতিমধ্যেই ভোডাফোনের তরফে টুইট করে গ্রাহকদের উদ্দেশ্যেও জানানো হয়েছে যে প্রশাসনের নির্দেশ মতো নির্দিষ্ট কয়েকটি এলাকায় পরিষেবা বন্ধ রেখেছে তাদের সংস্থা। পরিষেবা বন্ধ রাখার নির্দেশিকা উঠে গেলেই ফের ইন্টারনেট, ভয়েস কল এবং এসএমএস ওই সব এলাকায় চালু করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল রাজধানী। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছেন হাজারও মানুষ। দিল্লীর লালকেল্লা চত্বরে প্রতিবাদ মিছিল রুখতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ। বিক্ষোভের আঁচ যে চরমে উঠতে পারে, তা আগেই আন্দাজ করেছিল দিল্লী পুলিশ। তাই আগেভাগেই ১৮ তারিখ টুইট বন্ধ থাকবে ফোনের সমস্ত রকম পরিষেবা।