২০০২ সালের পর এবার ২০১৯। ১৭ বছর পর গোলশূন্যভাবে শেষ হল কোনও এল ক্লাসিকো। গতকাল রাতে ক্যাম্প ন্যু তে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এদিন দুই দলই একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়, স্ট্রাইকারদের বদান্যতায়। ম্যাচের একদিন আগেই বার্সা তারকা লিওনেল মেসি স্বীকার করে নিয়েছিলেন লা লিগায় বিশেষ করে এল ক্লাসিকোয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর না থাকাটা এক বিরাট ক্ষতি। পর্তুগিজ তারকার জায়গা পূরণ করার ক্ষমতা কারোর নেই। আর রোনাল্ডোর জুভেন্তাসে চলে যাওয়ার পর থেকেই কেমন যেন বর্ণহীন বিশ্বের সবচেয়ে চর্চিত এই ফুটবল ম্যাচ।
কাতালান বিক্ষোভের জেরে অনেকদিন অশান্ত থাকায় ক্যাম্প ন্যু’তে এতদিন আয়োজন করা যায়নি এই ম্যাচটি। তবে পরিস্থিতি শান্ত হতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে খেলা হয় এই ম্যাচ। ঘরের মাঠে আক্রমণাত্মক ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন বার্সা কোচ ভালভার্দে। আক্রমণভাগে মেসি, সুয়ারেজ ও গ্রিজমান। পাল্টা ৪-১-২-১-২ ছকে দল সাজান রিয়াল কোচ জিনেদিন জিদান। বেঞ্জিমা ও বেলকে সামনে রেখে একটু পিছনে ইস্কোকে জুড়ে দিয়েছিলেন জিজু। বল পজেশনের নিরিখে গোটা ম্যাচে ৫৩-৪৭ শতাংশ ব্যবধানে এগিয়েছিল বার্সেলোনা। কিন্তু এই ম্যাচে আক্রমণ অনেক বেশি করে রিয়াল। বার্সা গোল লক্ষ্য করে যেখানে ১৭টি শট নেয় মাদ্রিদ, সেখানে বার্সা নেয় মাত্র ৯টি শট।
ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ সাবধানী ফুটবল খেলা শুরু করে। তবে মাদ্রিদ মাঝে মাঝেই হানা দিচ্ছিল কাতালান বক্সে। তের স্তেগান বেশ কয়েকটি ভাল সেভ করেন। অন্যদিকে, বার্সেলোনা ঘর গুছিয়ে আক্রমণ নীতিতে বেশি জোর দেয়। মাঝে মাঝে পাল্টা আক্রমণ করছিল তাঁরাও। দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলার রণনীতিতে কোনও পরিবর্তন আসেনি। মেসিও বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করেন। শেষ অবধি গোলশূন্যভাবেই শেষ হয় এই ম্যাচ।