৩৪০ আলোকবর্ষ দূরের এক খুদে নক্ষত্রের নামকরণ হল বাঙালি বিজ্ঞানী বিভা চৌধুরীর নামে। ভারতীয় আধুনিক বিজ্ঞান সাধনার অন্যতম অগ্রদূত বিভা চৌধুরী ১৯৪৯ সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চে প্রথম মহিলা হিসেবে যোগ দেন। তার সম্মানার্থে পৃথিবী থেকে ৩৪০ আলোকবর্ষ দূরের হলদে-সাদা খুদে নক্ষত্রের নামকরণ করা হল।
অত্যন্ত দক্ষ বিজ্ঞানী হওয়া সত্ত্বেও খ্যাতির আলোয় আসেননি বিভা চৌধুরী। পুনের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর ডিরেক্টর সোমক রায়চৌধুরী জানান, ‘বিভা চৌধুরী দার্জিলিং-এ বসে তাঁর মেন্টর ডিএম বোসের সঙ্গে একটি নতুন সাবঅটোমিক পার্টিকল আবিষ্কার করেন। তাঁর আবিষ্কারের কথা নেচার পত্রিকায় প্রকাশও করেন তিনি। কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। পরে একই বিষয়ে গবেষণা করে অন্য একজন নোবেল পেয়ে গেলেন’।
নাসার সংজ্ঞা অনুযায়ী, আমাদের সৌরজগতের বাইরে যে কোনও গ্রহকেই এক্সোপ্ল্যানেট বলা হয়। প্যারিসের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এই দুটি মহাজাগতিক বস্তুর নামকরণ ঘোষণা করেছে। বিভা নামের এই তারাটির যে গ্রহ বা এক্সোপ্ল্যানেট তার নাম রাখা হয়েছে সংস্কৃত শব্দ সান্তামাসা, যার অর্থ মেঘে ঢাকা। মেঘে ঢাকা প্রকৃতির কারণেই এমন নামকরণ করা হয় গ্রহটির।