সিএএ-র বিরুদ্ধে আন্দোলনে নামল ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’। কোচবিহার জেলাশাসকের মারফত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি স্মারকলিপি পাঠিয়েছেন তাঁরা। এনিয়ে জেলা সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান গ্রেটার কোচবিহারের সর্মথকরা। কোচবিহার রাসমেলা ময়দান থেকে প্রায় কয়েক হাজার কর্মী-সমর্থককে নিয়ে মিছিল করে কোচবিহার শহর পরিক্রমা করে জেলাশাসক দফতরের সামনে পৌঁছে ‘দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের’ সদস্যরা জেলা সদর দফতরের সামনে বিক্ষোভ দেখান। এরপরই জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্মারকলিপি পাঠানো হয়।
দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের’ সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন বলেন, ভারতভুক্তি চুক্তি অনুসারে কোচবিহার একটি আলাদা রাজ্য। এই রাজ্য কীভাবে জেলা হল সেটা পরিষ্কার নয়। তাই কেন্দ্র সরকার আগে এই বিষয়টি পরিষ্কার করুক। একই সঙ্গে যে সিএ আইন আনা হয়েছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। সিএএ আনা হলে এখানকার ভূমিপুত্র রা নিজেদের অস্তিত্ব হারাবে, তাই আমরা এর বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। যদি বিষয়টি না দেখা হয় তা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের’ নেতা বংশীবদন বর্মন বর্তমানে কোচবিহার রাজবংশী ভাষায় অ্যাকাডেমির চেয়ারম্যান পদে রয়েছেন। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এআরসি’র তীব্র বিরোধিতা করছেন , তখন গ্রেটার নেতাও সিএএ-এর প্রতিবাদ জানিয়েছেন।