আজ কলকাতায় প্রথম বার হতে চলেছে আইপিএলের নিলাম। কে কোন দলের জার্সি পরবেন, কার সব চেয়ে বেশি দর উঠবে— সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে জল্পনা থামার নয়। ফ্র্যাঞ্চাইজির সদস্যদের মধ্যেও উত্তেজনা, উৎসাহ ও উৎকণ্ঠা! কারণ, বুধবারই দল গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ।
দলীয় সূত্রের খবর, বুধবার রাতে অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে বৈঠকে বসবেন দলের সিইও। থাকতে পারেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান ও জুহি চাওলা। এ দিন বিকেলেই শহরে পৌঁছন তাঁরা। শোনা যাচ্ছে, বিশেষ বৈঠকের জন্যই সকালে কলকাতায় চলে এসেছেন অধিনায়ক কার্তিক। দলের সিইও যদিও জানিয়ে গেলেন, অধিনায়ক ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছেন। কিন্তু ঘটনা হচ্ছে, কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে একই হোটেলে উঠেছেন তিনি।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে নাইটদের নজরে রয়েছেন তামিলনাড়ুর অলরাউন্ডার মাসুদ শাহরুখ খান। অধিনায়ক কার্তিকেরও পছন্দ তাঁকে। এ বার বিজয় হজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নজর কেড়েছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও বেশ কয়েকটি বিধ্বংসী ইনিংস রয়েছে তাঁর। বিদেশি ক্রিকেটারদের মধ্যে নাম শোনা যাচ্ছে অস্ট্রেলীয় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির। এ ছাড়াও ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান টম ব্যান্টনের নাম উঠছে। তাঁকে ‘নতুন কেভিন পিটারসেন’ বলা হচ্ছে ইংল্যান্ডের ক্রিকেটমহলে।
ক্রিকেটারদের দশ জনকে ছেড়ে দিয়েছে কেকেআর। তালিকায় বিধ্বংসী ওপেনার ক্রিস লিন রয়েছেন। রবিন উথাপ্পা, জো ডেনলির মতো ব্যাটসম্যানদেরও রাখা হয়নি। নেই অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েটও। এখনও ১১টি জায়গা ভর্তির সুযোগ রয়েছে নাইটদের। কিন্তু সিইও-র কথা অনুযায়ী সাত থেকে আট জনের বেশি তাঁরা নেবেন না। বেঙ্কি মাইসোর বলছিলেন, ‘‘চার জন বিদেশি ক্রিকেটার কিনব। সঙ্গে তিন থেকে চার জন ভারতীয় ক্রিকেটার নেওয়ার পরিকল্পনা রয়েছে।’’
নাইট শিবিরের পেস বিভাগে লকি ফার্গুসন, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়রের মতো অভিজ্ঞরা রয়েছেন। স্পিন বিভাগে নারাইনকে সঙ্গ দেবেন কুলদীপ যাদব। কিন্তু গত বার ছন্দ হারিয়ে প্রথম দল থেকে বাদ পড়েছিলেন কুলদীপ। যদিও এ দিন বিশাখাপত্তনমে তিনি হ্যাটট্রিক করেছেন। সে ক্ষেত্রে তৃতীয় স্পিনার কে হবেন, জায়গায় কাকে নেওয়া হয় দেখার। নাইটেরা বরাবরই স্পিন বিভাগে চমক দেওয়ার চেষ্টা করেছে। নারাইনের সঙ্গেই ছিলেন অজন্তা মেন্ডিস, সচিত্র সেনানায়েকে, কে সি কারিয়াপ্পারা। এ বার স্পিন বিভাগে নারাইনকে সঙ্গ দেওয়ার জন্য কাকে নেওয়া হয়, সে দিকেও নজর থাকবে।