ক্যাব এনে মোদী সরকার বেশ অস্বস্তিতে। দেশজুড়ে চলছে প্রতিবাদের আগুন। বিশেষ করে এই আগুনে পুড়ছে উত্তর-পূর্ব ভারত। এই আইনের দ্বারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের দেশ ছাড়ার ফরমান জারি করবে মোদী সরকার। দেশের নাগরিক হয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে সবাইকে। ফলে চাপে শরণার্থীরা। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের নীতি মেনে নিতে চাইছেন না অনেকেই। সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিরোধী পক্ষ থেকে ছাত্রসমাজ। এমনই আবহে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকরি মন্তব্য করলেন, সারা পৃথিবীতে হিন্দুদের জন্য নির্দিষ্ট কোনও দেশ নেই। তাই নাগরিকত্ব আইন এ দেশে চালু করা জরুরি।
বুধবার একটি সাংবাদিক বৈঠকে নীতিন জানান, সরকার যে নাগরিকত্ব আইন চালু করেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত। এর সপক্ষে তাঁর বক্তব্য, “সারা পৃথিবীতে হিন্দুদের জন্য কোনও দেশ নেই। আগে একটা মাত্র দেশ ছিল, নেপাল। কিন্তু এখন তাও নেই, একটাও নেই। তা হলে হিন্দুরা কোথায় যাবেন? শিখরা কোথায় যাবেন? মুসলমানদের জন্য তো অনেক মুসলিম দেশ রয়েছে, যেখানে মুসলমানরা সহজেই নাগরিকত্ব পাবেন।”
কেন্দ্রীয় সড়ক মন্ত্রী আরও বলেন, “আমরা কিন্তু এ দেশের মুসলমান নাগরিকদের বিরুদ্ধে নই। কিছু বিশেষ রাজনৈতিক দল সংখ্যালঘুদের অকারণে ভয় দেখাচ্ছে। আমি কথা দিচ্ছি, আমাদের সরকার যে কোনও রকম বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।”