জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর হামলার তীব্র নিন্দায় মুখর গোটা দেশ। এবার দেশের গণ্ডি পেরিয়ে আমেরিকার ১৯টি বিশ্ববিদ্যালয়ের ৪০০ ছাত্র-ছাত্রী দাঁড়ালেন মোদী সরকারের পুলিশি বর্বরতার শিকার ভারতীয় পড়ুয়াদের পাশে। এই বিশ্ববিদ্যালগুলির তালিকায় রয়েছে হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড এবং কলম্বিয়া। দিল্লীতে পুলিশের অত্যাচারের বিরোধিতায় একটি বিবৃতিতে সই করেছেন এই সব বিশ্ববিদ্যালয়গুলির প্রায় ৪০০ ছাত্রছাত্রী।
শুধু দিল্লীর জামিয়ার ঘটনাই না, আসামের অসমে পুলিশের গুলি চালনায় পাঁচ প্রতিবাদীর মৃত্যুরও কড়া নিন্দা করা হয়েছে এই বিবৃতিতে। শুধু হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ড এবং কলম্বিয়া ছাড়াও যে সব নাম করা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এই বিবৃতিতে সই করেন তার মধ্যে রয়েছে এমআইটি, কর্নেল, ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, ইউনিভার্সিটি অফ ইলিনয়।
এই বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সব ছাত্র-ছাত্রীরা সম্প্রতি সেখানে পাশ হওয়া অসাংবিধানিক নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছিলেন, তাঁদের ওপর নৃশংস পুলিশি অত্যাচার হয়। এই ছাত্র-ছাত্রীদের পাশে আছি আমরাও।’ অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীরা সিএএ বিরোধী সমাবেশ করেন।