মঙ্গলবার বর্ধমানের টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে পুর এলাকার তৃণমূল মহিলা কর্মীসভা আয়োজিত হয়। ওই সভায় বক্তব্য রাখেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রের মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেন চন্দ্রিমা।
সভামঞ্চ থেকে চন্দ্রিমা বলেন, “৩০৩ -এর গরম দেখাচ্ছেন? মনে রাখবেন, গরম করেন মানুষ আর গরম ঠান্ডাও করেন মানুষ। আমরাও দেখে নেব”। এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন এই অনুষ্ঠানে চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন রাজ্যের অপর মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক স্মিতা বক্সী, পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিখা সেনগুপ্ত প্রমুখ।
চন্দ্রিমা আরও বলেন, “ভারতের একটি সংবিধান আছে। সংবিধান অনুসারে এখানে মানুষ নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্ব প্রাপ্তির একাধিক নিয়ম আছে। তার ওপর আবার কেন সিএএ? কেন একজন শিশুকে জন্মানোর পর তাকে জবাবদিহি করতে হবে”। এদিন মহিলা তৃণমূল কংগ্রেসকে এব্যাপারে ব্যাপক প্রচারে নামারও নির্দেশ দিয়ে যান তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।