কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে অমিত শাহাকে তীব্র কটাক্ষ হানলেন মমতা৷ তাঁর সাফ প্রশ্ন, ‘ভোটার কার্ড, আধার কার্ডে নাগরিকত্বের প্রমাণ না হলে কি বিজেপির মাদুলি লাগবে?’ তৃণমূল সুপ্রিমোর এই কড়া বার্তায় ফের সরগরম জাতীয় রাজনীতি৷
এদিন মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নাগরিক প্রমাণে আধার কার্ডে কাজ হবে না৷ তাহলে কেন সংযুক্তিকরণ করানো হল? আধার নাগরিকত্ব প্রমাণ নয় বলেছেন অমিত শাহ৷ তাহলে আধার কার্ড করালেন কেন? যদি তা না চলে তাহলে কি বিজেপির মাদুলি চলবে?’
অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন৷ দেশের শান্তি রক্ষাই আপনার কাজ৷ আমাদের চ্যালেঞ্জ করবেন না৷ আমরা ইঁদুরের মতো গিয়ে আপনাদের সমস্ত কিছু কেটে দেব৷ স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আগুন জ্বালাতে চাইছেন৷’
নাগরিক আইনের প্রতিবাদে হিংসা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন মমতা।
তিনি বলেন, ‘হিংসা কখনও আমরা বরদাস্ত করব না৷ আগুন জ্বালানোর চেষ্টা করবেন না৷ এতদিন বাংলায় কখনও সম্প্রীতি নষ্ট হয়নি৷ বাংলার ভাইয়েরা সম্প্রীতি বজায় রেখেছিল৷ আজ বিজেপির উস্কানিতে, বিজেপির টাকায় অশান্তি, দাঙ্গা-হাঙ্গামা চলছে৷’ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘বাংলায় দু’একটি ঘটনা ঘটেছে৷ আর তাতেই ট্রেন বন্ধ করে দিয়েছে৷ এটা কখনও ঠিক নয়৷’ কেন্দ্রের বিরুদ্ধে মমতার মন্তব্য, ‘আজ প্রতিবাদ করলেই দেশবিরোধী বলা হচ্ছে৷ এটা চলবে না৷’