নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সঙ্গে পাল্লা দিয়ে উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এবার সোশ্যাল মিডিয়ায় নতুন আইনের বিরোধিতায় সমর্থন জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে এমনই এক পোস্ট করেছেন সানা। আর তার প্রশংসা শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় সৌরভ তনয়া লেখক খুশবন্ত সিংয়ের ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ বইয়ের একটি অংশ শেয়ার করেছেন তিনি। যেখানে মোদি সরকারের নয়া আইনের বিরোধিতাকেই ইঙ্গিত করা হয়েছে।
খুশবন্ত সিংয়ের ভাষায় সানা বলতে চেয়েছেন, আজ যাঁরা ভাবছেন, আমরা তো এদেশের হিন্দু আমাদের আবার কী বিপদ তাঁদেরও বিপদ আসবে। যা সব সমস্যা তাতো মুসলিমদের। মোটেও ভাববেন না বেঁচে গিয়েছেন। সংঘপরিবার পরের ধাপে মেয়েরা যাঁরা স্কার্ট পরেন, তাঁরা নীতিপুলিশের দ্বারা আক্রান্ত হতে পারেন। হয়তো দন্ত মাজনের বদলে টুথপেস্ট ব্যবহারের কারণে সঙ্ঘীরা আপনার জন্য শাস্তি বরাদ্দ করেছেন।
খুশবন্ত সিংহের লেখার ওই অংশে বলা হয়েছে, বাম মনস্ক ঐতিহাসিকদের ইতিমধ্যেই নিশানা করেছে সঙ্ঘীরা, আপনিও সেই দলের বাইরে পড়বেন না। এছাড়াও যাঁরা বছরের কোনও বিশেষ উৎসবে মাংস খান, মদ্যপান করেন, বিদেশি সিনেমা দেখেন, আয়ুর্বেদ শাস্ত্রে বিশ্বাস না রেখে অ্যালোপ্যাথির সাহায্য নিচ্ছেন তাঁদের বিপদ আসন্ন। জয় শ্রী রাম না বলে যাঁরা হাত মিলিয়ে, বা চুমু খেয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, তাঁরা যদি ভেবে থাকেন হিন্দু বলে বেঁচে গিয়েছেন; তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। ভারতকে বাঁচাতে হলে আমাদের এখনই বোঝা উচিত যে আমরা কেউ নিরাপদে নেই।
খুশবন্ত সিংহের এই বক্তব্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরার জন্য অনেকেই সানার প্রশংসা করেছেন। কেউ কেউ আবার বিভিন্ন সময়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনার কথা উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন, মহারাজ তাঁর মেয়েকে উদার মনস্ক হিসেবে গড়ে তুলতে পেরেছেন।