বিজেপির উদ্দেশ্যই হল মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা। এমনটাই মনে করেন সমবায় মন্ত্রী অরূপ রায়৷ তিনি জানান, “বাংলায় এই ধর্ম নিয়ে সংঘাত লাগিয়ে বিজেপি পার পাবে না। উদ্দেশ্যপ্রণদিত ভবে বাংলায় ভাইয়ে-ভাইয়ে যুদ্ধ বাঁধাতে পারবেন না মোদী-শাহ। কারণ মমতার বাংলায় মানুষে মানুষে বিভেদ হয় না। এখানে সবাই সমান। আর উপনির্বাচনে ৩ বিধানসভার ফল বুঝিয়ে দিয়েছে, রাজ্যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান”।
গতকাল সোনারপুরের কালিকাপুর-১ পঞ্চায়েতের একটি সমবায় গ্রাহক পরিষেবা কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। সেখানেই এই কথা বলেন৷ উদ্বোধনের পর তিনি জানান, “এই রাজ্যে ২,৬৩১ টি সমবায় গ্রাহক পরিষেবা কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিষেবা কেন্দ্র থেকে সম্পূর্ণ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্কিং পরিষেবা পাবেন মানুষ। আরটিজিএস, এসএমএস এলার্ট সব পরিষেবা পাওয়া যাবে”৷ তিনি আরোও জানান, ‘রাজ্যে এমন কোনও গ্রাম পঞ্চায়েত থাকবে না, যেখানে সমবায় গ্রাহক পরিষেবা কেন্দ্রের সুবিধা মানুষ পাবেন না’।