গত রবিবার হিমাচল প্রদেশের মাণ্ডির আইআইটি-র একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল বাণ্ডারু দত্তাত্রেয়। সেখানে গিয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সরকারি চাকরির ওপর ভরসা কোরো না। নিজেরা ব্যবসা করে মানুষের চাকরির সংস্থান করার চেষ্টা করো।’ অনুষ্ঠানে প্রথমে রাজ্যপালকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা এবং অন্যান্য কার্যকলাপ সম্পর্কে অবহিত করেন ডিরেক্টর টি এ গঞ্জালভিজ।
রাজ্য সরকার হিমাচলে পরিবেশ বান্ধব উন্নয়ন ও শিল্পাঞ্চল গড়ে তোলার চেষ্টা করছে বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল। এরপর ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলার সময়ে বাণ্ডারু বলেছেন, ‘সরকারি চাকরির ওপর ভরসা কোরো না। তার চেয়ে বরং স্নাতক হয়ে নিজেরা ব্যবসা শুরু করো। এতে দেশের মানুষের জন্য তোমরা চাকরির ব্যবস্থা করে দিতে পারো। এভাবেই দেশের জন্য, সমাজের জন্য ভাল কিছু করতে পারবে।’ প্রতিষ্ঠানের ডিন, শিক্ষক এবং কোঅর্ডিনেটরদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল।