ক্যাব নিয়ে দেশের প্রায় সব রাজ্যেই কম-বেশি বিক্ষোভ চলছে। খোদ দিল্লীতেও সেই আঁচ পড়েছে। রাস্তা থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গনগুলোতেও চলছে প্রতিবাদের ঝড়। দিল্লীর জামিয়া মিলিয়া ও উত্তরপ্রদেশের আলিগড়ের পর নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার মুখর চেন্নাই। সারা দেশ যখন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুখর, ঠিক তখন ভাবা হচ্ছিল চেন্নাই থেকে গোটা তামিলনাড়ুথেকে হয়তো কোনও বিক্ষোভ দেখা যাবে না। এদিন চেন্নাইয়ের নানান জায়গায় বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। আর সেই বিক্ষোভ থামাতে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঢুকে পড়ল পুলিশ।
সূত্রের খবর, শান্তিপূর্ণ ভাবেই বিক্ষোভ চালাচ্ছিল ছাত্র-ছাত্রীরা। মূলত জামিয়ায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের আক্রমণের নিন্দা করেই এই প্রতিবাদ। কিন্তু জামিয়ার কাণ্ডের পরও এদিন পুলিশ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অন্দরে ঢুকে পড়ে। তামিলনাড়ুতে এই মুহূর্তে সরকার চলছে এআইএডিএমকে-র। আর এই সরকার আদতে বিজেপির শরিক।
শুধু চেন্নাই নয়। এদিন ফের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দিল্লি। মঙ্গলবার দুপুরে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সিলামপুর-সাফরাবাদ এলাকায়। অভিযোগ, পুলিশকে লক্ষ করে পাথর ছোড়া হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রচুর পরিমাণে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। একের পর এক দেশের শিক্ষা প্রাঙ্গনগুলোতে এভাবেই বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ছে।