সিএএ-র প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ। বাদ যায়নি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও। যার জেরে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বেধড়ক মারধর করেছে দিল্লী পুলিশ। এবার এই ঘটনায় মুখ খোলায় ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বাদ পড়তে হল সুশান্ত সিং-কে। পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়েও তিনি পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। তবে শো থেকে বাদ পড়ার বিষয়ে একেবারেই ভাবতে নারাজ অভিনেতা। তিনি জানান,’খুব অল্প মূল্য দিতে হয়েছে বন্ধু।’
গত রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বেধড়ক মারধরের ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে দিল্লী পুলিশকে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের ওপর অত্যাচার চালায় পুলিশ। এই ঘটনা সামনে আসতেই ধিক্কার পড়ে যায় সব মহলে। শুধু লাঠিপেটা নয় গুলিও চালায় পুলিশ, এমনই অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনায় মুখ খুলেছেন বিশিষ্টজনেরা।
পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচার্জের এই ঘটনাতেই মুম্বইয়ের এক প্রতিবাদী মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি নাগরিকত্ব আইন নিয়েও কথা বলছেন তিনি। পড়ুয়াদের ওপর পুলিশি অত্যাচারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সুশান্ত। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। আর এরপরেই তাঁকে ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বাদ দিয়ে দেওয়া হয়।
নেটিজেনদের অনেকেই অভিনেতাকে এই কাজের জন্য সমর্থন করেন এবং দিল্লী পুলিশকে ধিক্কার জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই শো থেকে বাদ পড়ার খবর জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সাবধান ইন্ডিয়া-র সঙ্গে আমার যাত্রা এবার শেষ হল।’ পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ‘প্রতিবাদের জন্য অল্প দাম দিতে হল আমাকে’। এরপরেই সুশান্তের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠতে দেখা যায়। তাঁর জায়গায় এবার ‘সাবধান ইন্ডিয়া’-য় দেখা যাবে আশুতোষ রানাকে।