বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকার পর আজ দুপুরে প্রয়াত হলেন মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। আজ দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে গীতানাথবাবুর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি।
গীতানাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মোহনবাগানের সম্পর্ক আজকের নয়। বহুদিন ধরেই বাগানের আইনি বিষয় দেখাশোনা করতেন তিনি। অঞ্জন মিত্র সচিব থাকাকালীনও তিনি আইনি বিষয় দেখতেন। পরে ২০১৮ সালে ক্লাব ভোটে অঞ্জন মিত্র গোষ্ঠীকে হারিয়ে টুটু বসু গোষ্ঠী বাগানের ক্ষমতা দখল করার পর গীতানাথবাবুকে ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। এই বয়সেও প্রায় নিয়মিত ক্লাবে আসতেন গীতানাথবাবু। সেই পথ চলা থেমে গেল আজ।
মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই মৃত্যু হয় গীতানাথবাবুর। আজ সন্ধ্যায় ক্লাব তাঁবুতে নিয়ে আসা হয় গীতানাথবাবুর মরদেহ। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানান ক্লাব কর্তা, ফুটবলার ও ক্লাব সদস্যরা। কলকাতা ময়দানের সঙ্গে বহুদিন ধরে যুক্ত এই প্রবীণ আইনজীবীর মৃত্যুতে শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে।