কোনও কাজই ফেলে রাখা যাবে না। সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুর অঞ্চলের মানুষদের সমস্ত চাহিদা ও প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন তিনি। যেমন বার্তা, তেমন কাজ। পুরবাসিন্দাদের সুবিধার্থে এবার প্রবল আর্থিক সংকট উপেক্ষা করেই কলকাতার নাগরিক পরিষেবার আরও উন্নয়নে ওয়ার্ড পিছু গড়ে এক কোটি টাকা বরাদ্দ করলেন মেয়র ফিরহাদ হাকিম। মূলত পানীয় জল, নিকাশি, রাস্তা, আলো, স্বাস্থ্য ও বস্তির পরিকাঠামো খাতেই এই টাকা খরচ করা হবে।
এখানেই শেষ নয়। নিজের নিজের ওয়ার্ডের প্রতিটি পরিবারের রেশন কার্ড থেকে শুরু করে আধার ও ভোটার কার্ড দ্রুত পেতে সাহায্য করার জন্য দলীয় কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন তিনি। শহরের পরিবেশ রক্ষায় নেওয়া সবুজায়ন প্রকল্প ‘ভার্টিক্যাল গার্ডেন’-এর কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। তবে ফিরহাদের মাস্টার স্ট্রোক, ঠিকা প্রজা ও ভাড়াটিয়াদের বহুতল বাড়ি তৈরির অধিকার প্রদান।
উল্লেখ্য, পুরসভা সূত্রের খবর, আগামী বছর মার্চের শেষ বা এপ্রিলের শুরু হতে পুরভোট হতে পারে শহরে। তার আগেই পুর অঞ্চলের সমস্ত রাস্তা সংস্কারের পাশাপাশি মেয়রের উদ্যোগে নতুনভাবে তৈরি বিপিএল তালিকাও চালু হবে। ওয়ার্ড পিছু অতিরিক্ত বরাদ্দের অভিমুখ গরীব বস্তি ও কলোনিবাসীদের জন্য বলে স্পষ্ট করে দিয়েছেন ফিরহাদ। তিনি এ-ও জানিয়েছেন, ‘জমা জল সরানো এবং ওয়ার্ডের প্রতিটি গলিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। স্বাস্থ্য সংকট মিটিয়ে পুরকরের জটিলতা মেটাতে এবার একাধিক কমিটি গড়ে নাগরিকদের দাবি পূরণ করা হচ্ছে।’