আর কিছুদিন পরেই মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। এবার সেই ম্যাচও দিনরাতের করার দাবি তুললেন প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্ন। সাম্প্রতিক কালে অস্ট্রেলিয়ার এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) বার বার সমালোচিত হয়েছে তার নিষ্প্রাণ বাইশ গজের জন্য। নৈশালোকে টেস্ট হলে পিচের সেই সমস্যাও কাটিয়ে ওঠা যাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।
আগামী ২৮ ডিসেম্বর থেকে মেলবোর্নে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড বক্সিং ডে টেস্ট। তার আগে ওয়ার্ন বলছেন, ‘ওদের ঠিক সিদ্ধান্তটা নিতে হবে। আমার মনে হয় দিনরাতের টেস্টের কথা ভাবা উচিত এমসিজি-তে।’ নিউজিল্যান্ডের একটি সংবাদপত্রকে ওয়ার্ন আরও বলেছেন, ‘রাতে খেলা হলে বল অনেক বেশি নড়াচড়া করে। তাতে টেস্ট আকর্ষণীয় করে তোলা যাবে।’
মাঠে দর্শক টানতে এখন অনেকেই দিনরাতের টেস্ট করার দিকে ঝুঁকছেন। এমনকি, এত কালের বিরোধিতা কাটিয়ে বিরাট কোহলিরাও গোলাপি বলে খেললেন বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচের প্রধান আয়োজক সৌরভ গঙ্গোপাধ্যায় দিনরাতের টেস্টের পক্ষে। প্রশ্ন উঠছে, কত ঘন ঘন দিনরাতের টেস্ট করা উচিত। ওয়ার্ন মনে করছেন, সব ম্যাচই দিনরাতের হতে পারে না। কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিনরাতের করলে দারুণ হবে। তাঁর আশা, দিনরাতের টেস্ট হলে প্রায় আশি থেকে নব্বই হাজার দর্শক আসবে সেই ম্যাচ দেখতে।
ওয়ার্নের পরামর্শ, অ্যাডিলেড এবং মেলবোর্ন নির্দিষ্ট করা হোক দিনরাতের টেস্টের জন্য। পার্থ, ব্রিসবেন এবং সিডনিতে সকালে শুরু হোক টেস্ট। ‘এমসিজি-তে গত কয়েক বছরে পিচ খুবই ম্যাড়ম্যাড়ে হয়ে গিয়েছে। অনেক চেষ্টা ওরা করছে ঠিক করার, কিন্তু কিছুই হয়নি। আমি বলব, প্রয়োজনে বোলারদের সাহায্য করে এমন উইকেট বানাও। তাতে ব্যাট ও বলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।’
অনেকেই অভিযোগ করেছেন, গোলাপি বল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং নরম হয়ে যায়। ওয়ার্নের পরামর্শ, দু’টি করে নতুন বল ব্যবহার করা হোক। পঞ্চাশ ওভারের এক দিনের ক্রিকেটে যেমন দু’প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হয়, সে রকম। ওয়ার্নের মতে, এর খুব সহজ সমাধান রয়েছে। দু’দিক থেকে দু’টি গোলাপি বল ব্যবহার করা হলে দিনের বেলাতেও বল বেশি নড়াচড়া করবে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে পার্থে জিতে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০। এর পরের টেস্টই মেলবোর্নে। সেই ম্যাচ এত দ্রুত দিনরাতের করে ফেলা সম্ভব নয়। তবে ওয়ার্নের পরামর্শে কান দিয়ে বিরাট কোহলিরা যখন আগামী বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাবেন, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট দিনরাতের করা হয় কি না, দেখার।