এই মুহূর্তে লোকসভার আসন সংখ্যা ৫৪৩, সেটিকে বাড়িয়ে ১,০০০ করে দেওয়া উচিত। এমনই দাবি করলেন প্রাক্তন রাষ্ট্রপতি এবং ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়। এদিন ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি বক্তৃতায় প্রধান বক্তা ছিলেন তিনি। সেখানে উপস্থিত হয়ে নাম না করে একদিকে যেমন বিজেপি সরকারের সমালোচনা করেন তিনি, তেমনই লোকসভা নির্বাচন এবং তার আসন সংখ্যা নিয়েও চিন্তা প্রকাশ করেন প্রণব।
তাঁর মতে, দেশের জনসংখ্যার তুলনায় সংসদে নির্বাচিত প্রতিনিধিরা কম পড়ে গিয়েছে। সেজন্যই লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া উচিত। তিনি বলেন, আজ থেকে ৪২ বছর অর্থাৎ ১৯৭৭ সালে শেষবার লোকসভার আসন সংখ্যা বাড়ানো হয়েছিল ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে। সেই সময় দেশের জনসংখ্যা ছিল মাত্র ৫৫ কোটি, আর এখন তা প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এই অবস্থায় ৫৪৩টি লোকসভা আসনে নির্বাচিত প্রতিনিধিদের পক্ষে সমগ্রভাবে নজরদাবি চালানো কখনই সম্ভব নয়। মানুষের প্রতি আরও নজর দিতে গেলে প্রতিনিধিদের সংখ্যা বাড়াতে হবে, সুতরাং আসন সংখ্যাও বাড়াতে হবে। যেহেতু জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, এই কারণে লোকসভার আসন সংখ্যাও কমপক্ষে দ্বিগুণ বা ১,০০০ করার মত প্রণব মুখোপাধ্যায়ের।
উল্লেখ্য, এই মঞ্চ থেকেই নাম না করে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন প্রণব মুখোপাধ্যায়। সংবিধান সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গড়ার অধিকার দেয়। কিন্তু তারা কখনই দেশের সংখ্যাগরিষ্ঠ জনপ্রিয়তা লাভ করতে পারে না। অন্তন স্বাধীন ভারতের ইতিহাসে তা হয়নি। সংখ্যাগরিষ্ঠতা আসলে স্থায়ী সরকার গড়ার অধিকার দেয়। কিন্তু কখনই তা জনপ্রিয় সংখ্যাগরিষ্ঠতা হয়ে উঠতে পারে না! সেই ক্ষমতা কেন্দ্রকে কখনও সংখ্যাগরিষ্ঠের সরকার হতে দেয় না। এটাই আসল সংসদীয় গণতন্ত্রের বার্তা। এমনই মত প্ৰণববাবুর