মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটি জেলায় পালন হচ্ছে বুথভিত্তিক আলোচনা। গুসকরায় সেরকমই এক সভায় উপস্থিত হয়ে বিধানসভা নির্বাচন এগিয়ে আসার ইঙ্গিত দিলেন বীরভূম তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের গুসকরায় আউশগ্রামের বুথভিত্তিক সম্মেলনে অংশ নিতে এসে এরকমই ইঙ্গিত দিয়ে গেলেন তিনি।
এদিন অনুব্রত মণ্ডল গত লোকসভা নির্বাচনের আগে যেভাবে বুথভিত্তিক সম্মেলন করে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে প্রতি বুথে কত ভোটে লিড দেবেন তা জেনেছিলেন, সেই একইভাবে সোমবারও তিনি গুসকরায় বুথভিত্তিক সম্মেলনে নেতাদের কাছ থেকে হিসাব নেন।
এছাড়াও সিপিআইএমের প্রভাব কোন কোন বুথে আছে, তাও জানতে চান বীরভূমের ‘কেষ্টদা’। একইসঙ্গে এদিন বিভিন্ন বুথ কমিটির নেতা, অঞ্চল নেতাদের বিধানসভা ভোটের জন্য তৈরি থাকতে নির্দেশ দিলেন। নির্দেশ দিলেন বুথে বুথে গিয়ে মাটি কামড়ে পড়ে থাকারও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘যদি বিধানসভা ভোট এগিয়ে আসে তা হলেও আমাদের কোনও সমস্যা নেই। তৃণমূল তৈরি আছে।’
পুরভোটের আগেই কি তা হলে বাংলার বিধানসভার ভোট? এর উত্তরে অনুব্রত জানিয়েছেন, তাতে মাথাব্যথা নেই। উল্লেখ্য, গুসকরার এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল রাজ্য জুড়ে এনআরসি নিয়ে চলা হিংসাত্মক ঘটনার তীব্র নিন্দাও করেছেন।