দেশজুড়ে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন এক গণ আন্দোলনের চেহারা নিচ্ছে। শুধু রাজ্যে নয় রাজধানীতেও জ্বলছে বিক্ষোভের আগুন। রবিবার রাতের পরে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে দেশজুড়ে বাড়তে থাকা আন্দোলনে শামিল হল সারা দেশের ছাত্রছাত্রী সমাজের একটা বড় অংশ।
গতকালই অশান্ত হয় দিল্লীর জামিয়া মিলিয়া এবং উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। লাঠিচার্জ–জলকামানও চলে। জেএনইউ–সহ দিল্লীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা ভিড় করতে থাকেন দিল্লী পুলিশের সদর দফতরের সামনে। শুধু তারাই নয়, এই ঘটনার তীব্র প্রতিবাদে পথে নেমেছে হায়দ্রাবাদের মৌলানা আজাদ উর্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বম্বে আইআইটি। কেরালার ছাত্র সংগঠন। বাদ যায়নি কলকাতাও। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ও।
জামিয়া মিলিয়া ক্যাম্পাসে পুলিশি নৃশংসতার প্রতিবাদ এবং আক্রান্ত পড়ুয়াদের প্রতি সংহতি জানিয়ে রাত ১১টা থেকে ধর্নায় বসেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। সবার দাবি একটাই, জামিয়া মিলিয়ায় যে বর্বরোচিত আক্রমণ চলেছে ছাত্রছাত্রীদের উপর তার বিচার চাই।