উন্মত্ত জনতার আক্রোশ কেড়ে নিয়েছিল তাঁর ১৬ বছরের ছেলেকে। তবুও কাউকে দোষারোপ না করে ছেলের মরদেহের সামনে শান্তির বার্তা দিয়েছিলেন আসানসোলের নুরানি মসজিদের ইমাম ইমদাদুল্লাহ রশিদি। সম্প্রতি নাগরিকত্ব আইনের বিরোধী আন্দোলনের প্রতিবাদে রাজ্য জুড়ে যে হিংসাত্মক কর্মকাণ্ড চলছে, রবিবার একই ভাবে তার তীব্র নিন্দা করলেন ইমদাদুল্লাহ সাহেব।
রশিদি বলেন, ‘‘ইসলাম কখনও হিংসার শিক্ষা দেয় না। আমি অবশ্যই নাগরিকত্ব আইনের বিরোধিতা করছি। এই আইনের পাল্টা মোকাবিলা কী ভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা করছি। অগ্নিকাণ্ড, ভাঙচুর চালিয়ে এর মীমাংসা করা যাবে না। এটা কোরানের পরিপন্থী। নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের বেশ কিছু জায়গায় সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। ট্রেন, বাসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এটা একেবারে অনুচিত। কাউকে কষ্ট দিয়ে কোনো প্রতিবাদ সফল হয় না।’’
রবিবার ইমাম আরও বলেন, ‘‘ছেলেকে অকালে হারিয়ে কঠিন পরিস্থিতিতে আমি সকলকে শান্ত হতে বলেছিলাম। একই ভাবে নাগরিকত্ব আইন পাশ হওয়ার পরও রাজ্যের মুসলিম সমাজকে শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। গত কয়েক দিন ধরে যে ভাবে এক শ্রেণির মানুষ আইন নিজের হাতে তুলে নিয়েছেন তা ঘোরতর অন্যায়।’’