শুক্রবার তৃণমূলের বিশাল জনসভায় বিজেপি ছেড়ে ৫ হাজার কর্মী তৃণমূলে যোগ দেন। কাঁকিনাড়া বাজারের কাছে এই জনসভা হয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যারা যোগদান করেন, তাঁদের মধ্যে ছিলেন গণেশ সিং। অভিযোগ, শনিবার রাতে একা পেয়ে বিজেপি কর্মীরা তাঁর ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। এমনকী, তাঁর একটি পা ভেঙে দেওয়া হয়। তাঁর মাথায় ও বুকে চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি।
তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতা সোমনাথ শ্যামের অভিযোগ, “গণেশ সিং আগে তৃণমূলেই ছিলেন। তাঁকে ভয় দেখিয়ে বিজেপি–তে নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তিনি অন্যদের সঙ্গে তৃণমূলে ফিরে আসেন। এর পর থেকেই গণেশ বিজেপি–র টার্গেট হয়ে যান। শনিবার ওঁর ওপর আক্রমণ চালানোর নেপথ্যে রয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং”।