হিংসা রোধ করছে না পুলিশ, বরং তারাই হিংসা ছড়াচ্ছে! ভাইরাল ভিডিওয় দেখা গেল সেই ছবিই।
দিল্লীর দু’টি ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একটিতে দেখা যায়, ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালীন কিছু বাসে আগুন ধরিয়ে দিচ্ছে খোদ পুলিশই! আবার অন্যটিতে দেখা যায়, অবাধে ভাঙচুর চালাচ্ছে সেই পুলিশ নিজেই।
এই ভিডিও শেয়ার করে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন সিসোদিয়া। তাঁর অভিযোগ, এইভাবে বিজেপি নোংরা রাজনীতি করছে দেশজুড়ে।
বাসে আগুন ধরানোর ভিডিও শেয়ার করে সিসোদিয়ার বক্তব্য, ‘এই ছবিগুলো দেখেই বোঝা যায় কারা বাসে আগুন লাগিয়েছে। ছবিগুলিই প্রমাণ করে বিজেপি কীভাবে নোংরা রাজনীতি করছে। এই বিষয় বিজেপি নেতারা কী উত্তর দেন সেটাই দেখার।’ পাশাপাশি তিনি আরও বলেন, দিল্লী পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, তারা স্বভাবতই দিল্লী সরকারের বিপক্ষে অমিত শাহকে রিপোর্ট দেবেন। যদিও মনীশ সিসোদিয়ার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে দিল্লী পুলিশ। তাদের দাবি, বাসে আগে থেকেই আগুন লেগেছিল, পুলিশ জল ঢেলে আগুন নেভানোরই চেষ্টা করছিল। ভিডিও ছড়িয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন বলে সরব হয়ে দিল্লী পুলিশ কর্তৃপক্ষ।
গতকাল থেকেই বাসে আগুন ধরানোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও দেখে তাজ্জব হয়ে যায় নেটিজেনরা যে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে আরও আগুন ছড়াচ্ছে। এর পাশাপাশি জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ নিয়ে আরও বিতর্ক বেড়েছে। ক্যাম্পাসে ঢুকে পুলিশের মারধার, রাস্তায় গুলি চালানোর মত ঘটনা রাজধানীর উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।