যে দেশের কয়েক কোটি মানুষ প্রায় প্রতিদিন অভুক্ত থাকেন, সেই দেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের বহর চার বছরে ১৪৮৪ কোটি!
২০১৪-র ১৫ জুন থেকে ২০১৮-র ১০ জুন। চার বছরে ৮৪টি দেশে সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর চার্টার্ড ফ্লাইট, বিমানের রক্ষণাবেক্ষণ, হটলাইন সংযোগ-সব ।মিলিয়ে খরচ হয়েছে ১৪৮৪ কোটি টাকা। রাজ্যসভায় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহের দেওয়া খরচের বিস্তারিত রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে।
প্রধানমন্ত্রীর বিমানের রক্ষণাবেক্ষণের পিছনে ১০৮৮.৪২ কোটি টাকা, চার্টার্ড ফ্লাইটের জন্য ৩৮৭.২৬ কোটি টাকা ব্যয় হয়েছে। হটলাইনের জন্য খরচের পরিমাণ ছিল ৯.১২ কোটি টাকা। ২০১৪-র মে মাসে প্রধানমন্ত্রী পদে বসার পর ৪২বার বিদেশ সফরে ৮৪টি দেশে গিয়েছেন মোদী।
তবে প্রখাশিত হিসাবের মধ্যে ধরা হয়নি মোদীর ২০১৭-১৮ ও ২০১৮-১৯-এর বিদেশ সফরকালে হটলাইন পরিষেবার খরচ। ২০১৮-১৯ এর বিদেশ সফরের চার্টার্ড ফ্লাইটের খরচেরও উল্লেখ নেই তালিকায়।
বিদেশ রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি সফর করেছেন ২০১৫-১৬সালে। এই সময়কালে তিনি গিয়েছেন ২৪টি দেশ। ২০১৭-১৮য় ১৯টি, ২০১৬-১৭য় ১৮টি দেশে গিয়েছেন তিনি। ২০১৪-১৫য় মোদী ১৩টি দেশ সফর করেছেন।
প্রধানমন্ত্রী হিসাবে প্রথম নরেন্দ্র মোদী সফর করেন ভুটানে, ২০১৪-র জুনে। ২০১৮য় এখনও পর্যন্ত তিনি গিয়েছেন ১০টি দেশে। গত মাসের চিন যাত্রা তাঁর শেষ সফর।