রঞ্জি অভিযান শুরু করতে চলেছে বাংলার টিম। আগামী ১৭ ডিসেম্বর কেরলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে বাংলার প্রথম ম্যাচ। তবে এই অভিযানের আগে বাংলার বোলিং শিবিরে স্বস্তি দিয়েছেন অশোক দিন্দা। তাঁর ফর্মে ফেরা নিঃসন্দেহে সুখবর বাংলা শিবিরের জন্য। তবে চিন্তায় রাখছে ব্যাটিং বিপর্যয়। সবমিলিয়ে দিন্দাকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে ১৫ জনের দল ঘোষণা করা হয় সিএবি-তে।
আপাতত একটি ম্যাচের জন্যেই দল বেছে নিয়েছে নির্বাচকদের নতুন কমিটি। অভিজ্ঞতার উপর ভরসা রেখে প্রথম ম্যাচের দল গড়া হয়েছে। বহু বিতর্কের পরেও বাংলার ১৫ জনের দলে অশোক দিন্দা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পরে দিন্দা বলেছিলেন, ‘‘বাংলার জার্সিতে আর মাঠে নামব না।’’ সিএবি থেকে বেশ কয়েক বার অনুরোধ করার পরে বাংলার অনুশীলনে আসতে শুরু করেন। প্রস্তুতি ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে প্রমাণও করেন, তিনি তৈরি। শনিবার দলের সঙ্গেই উড়ে যাচ্ছেন বাংলার অভিজ্ঞ সৈনিক।
পাঁচ বছর পরে রঞ্জি ট্রফি দলে ফেরানো হয়েছে অর্ণব নন্দীকেও। অভিষেক রামন, ঈশ্বরনের সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে যাচ্ছেন কৌশিক ঘোষ। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে তাঁর রান দেখেই দলে নেওয়া হয়েছে। বাঁ-হাতি ওপেনার প্রথম প্রস্তুতি ম্যাচে ৯১ রান করার পরে এ দিন মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪ রান করেন। অন্য দিকে দিন্দার সঙ্গে পেস বিভাগের দায়িত্ব সামলাবেন ঈশান পোড়েল ও মুকেশ কুমার। দলে নেই আকাশ দীপ। কেন নেওয়া হল না বাংলার তরুণ পেসারকে? নির্বাচকদের কমিটির প্রধান পলাশ নন্দীর উত্তর, ‘‘আপাতত অনূর্ধ্ব-২৩ কর্নেল সি কে নাইডু ট্রফি খেলুক। কেরলে যদি দেখা যায় সবুজ উইকেট, তখন ওকে ডেকে নেওয়া হবে।’’ স্পিন বিভাগে অর্ণবের সঙ্গে থাকছেন শাহবাজ আহমেদ ও অনূর্ধ্ব-২৩ জাতীয় ওয়ান ডে-র সর্বোচ্চ উইকেট সংগ্রাহক প্রদীপ্ত প্রামাণিক।