লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর থেকেই উত্তাল হয়েছে উত্তর-পূর্ব ভারত। এই বিল নিয়ে জোরদার বিরোধিতা করছে ত্রিপুরা, আসামের শয়ে শয়ে মানুষ। সংসদের নিম্নকক্ষে পাশ হয়ে যাওয়ার পর আজ রাজ্যসভার পেশ হয়েছে ক্যাব। এরই মধ্যে আরও উদ্বেগ ছড়িয়ে পড়ল গোটা দেশে। কারণ মামলা দায়ের করা হল আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে, কারণ তাঁরা ক্যাবের প্রতিবাদে সরব হয়েছিলেন।
জানা যাচ্ছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ২০ জন পরিচিত এবং প্রায় ৫০০ জন অপরিচিত পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এরা সকলেই নাগরিকত্ব বিলের বিরুদ্ধে গত ১০ তারিখ রাত থেকে প্রতিবাদে সরব হয়েছে। আলিগড়ের এক পুলিশ আধিকারিক জানান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতর থেকে যখন প্রতিবাদ মিছিল বাইরে আসছিল, তখন প্রতিবাদীদের আটকানো হয়। ক্যাম্পাস ছেড়ে তাঁদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। গেটে আটকানো হলে এদের মধ্যে বেশকিছু ছাত্র-ছাত্রী পুলিশের সঙ্গে অপব্যবহার করে। এমনকি পুলিশের সঙ্গেও ধ্বস্তাধ্বস্তি করে। তাই জন্যই তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। সংবিধানের ১৮৮ এবং ৩৫৩ ধারায় মামলা হয়েছে বলে জানা গিয়েছে।
গতকালই আসামের রাজধানী গুয়াহাটির ছাত্রসংগঠন ও ছাত্র সমাজ এই বিলের বিরুদ্ধে সুবিশাল মশাল মিছিল বের করে। বাড়তে থাকা বিক্ষোভের জেরে বাতিল করতে হয়েছে প্রচুর ট্রেন। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় আন্দোলন হয় কেন্দ্রীয় সরকারের ক্যাবের সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলে। কারণ শুধুমাত্র লোকসভায় পাশ হওয়ার পরেই এই অবস্থা তৈরি হয়েছে। সংসদের দুই কক্ষই যদি এই বিলে সহমত পোষন করে তবে দেশের উত্তপ্ত পরিস্থিতি যে আরও আশঙ্কা বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। তাই এই অবস্থায় বিলটি যদি আজ রাজ্যসভাতেও পাশ হয়ে যায়, তবে চিন্তা আরও বাড়বে কেন্দ্রীয় সরকারের।