বাংলায় শিল্পস্থাপনের লক্ষ্যে সৈকতনগরী দীঘায় শুরু হল বেঙ্গল বিজনেস কনক্লেভ৷ দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে বাংলার উন্নয়নের তালিকা তুলে ধরে বিনিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নিউ দীঘার নবনির্মিত কনভেনশন সেন্টার ‘দীঘাশ্রী’তে বাণিজ্য সম্মেলনে ১৫টি দেশের প্রতিনিধি ও ১৫০০ জন অতিথিদের সামনে মমতা বোঝালেন, বাংলায় কেন তাঁরা বিনিয়োগ করবেন৷
‘দীঘাশ্রী’তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘বাংলায় দারিদ্র্যের হার জাতীয় গড়ের তুলনায় ৬ শতাংশ কম৷ জাতীয় উৎপাদনে তুলনায় বাংলায় উৎপাদন বেশি৷ এই মুহূর্তে বাংলায় বিনিয়োগের আন্তর্জাতিক প্রতীক হয়ে উঠেছে৷ বাংলায় কোনও বৈষম্য নেই৷ বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে বাংলায়৷ এখানে বিনিয়োগ করলে আপনাদের কোন সমস্যা হবে না৷ বাংলায় ৪০% বেকারত্ব কমছে৷ শিল্পোত্পাদন এগিয়ে গিয়েছে বাংলা৷ বাংলা এখন উন্নয়নের প্রতীক৷ বাংলায় আপনাদের সঙ্গে বিভেদমূলক আচরণ করা হবে না৷’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমাদের এখানে দক্ষ কারিগর রয়েছে৷ সরকারি জমি রয়েছে৷ শ্রমিক রয়েছে৷ ফলে আপনারা বিনিয়োগ করলে সরকার আপনাদের সমস্ত রকম ভাবে সহযোগিতা করবে৷ যতটা আমাদের সাধ্যের মধ্যে থাকবে, ততটা আমরা সহযোগিতা করব৷ আপনারা বাংলায় বিনিয়োগ করুন৷’
মুখ্যমন্ত্রীর দাবি, ‘বাংলা এখন আন্তর্জাতিক ক্ষেত্রে বিনিয়োগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে৷ বাংলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে৷ পনারা চাইলে বাংলার যেকোনও প্রান্তে বিনিয়োগ করতে পারেন৷ সমস্ত জায়গায় পরিকাঠামো রয়েছে এবং বাজার রয়েছে৷’