তাঁর আমলে শিকেয় উঠেছে দেশের নারীসুরক্ষা। ‘আচ্ছে দিনে’ প্রায় প্রতিদিনই সামনে আসছে দেশের কোনও না কোনও প্রান্তে ঘটা ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার কথা। কিন্তু তারপরেও চুপ তিনি। হ্যাঁ, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশের মতো একের পর এক রাজ্যে ধর্ষিতাকে নৃশংসভাবে খুন করার ঘটনায় যখন উত্তাল গোটা দেশ। ফুঁসছেন প্রায় প্রতিটি দেশবাসী, তখন আশ্চর্যজনকভাবে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই নীরবতাকে হাতিয়ার করেই মঙ্গলবার সংসদে সরব হল কংগ্রেস।
সোমবার মধ্যরাতে অনেক হই-হট্টগোলের পর লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এরপরই অমিত শাহকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লেখেন, ‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিরোধিদের সমস্ত প্রশ্নের উপযুক্ত জবাব দেওয়ার জন্য অমিত শাহজিকে ধন্যবাদ।’ এই প্রেক্ষিতেই মঙ্গলবার মোদীকে একহাত নেন সংসদের বিরোধী দলনেতা অধীর অধীর চৌধুরী। হাতিয়ার করেন নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে।
তাঁর অভিযোগ, ‘সমস্ত কিছুতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বক্তব্য পেশ করেন। অথচ আশ্চর্যজনকভাবে দেশে একের পর এক হায়দরাবাদ, উন্নাওয়ে ধর্ষিতাদের জীবন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব। ওনার ‘মেক ইন ইন্ডিয়া’ থেকে দেশ এখন ধীর পায়ে এগোচ্ছে ‘রেপ ইন ইন্ডিয়ার’ দিকে।’ পাশাপাশি, ২০১৬ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য তুলে অধীর চৌধুরী আরও জানান, মাত্র এক বছরে দেশে ৩৮ হাজার ৯৪৭ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অর্থাৎ গড় হিসাবে যা দাঁড়ায় দিনে ১০৬.৭ টি করে।