১৯তম বর্ষে পড়ল উত্তরপাড়া বইমেলা। রবিবার সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। উদ্বোধনী মঞ্চ থেকে শোভনদেব বলেন, “এবার দেশ থেকে উচ্ছেদ হবে বিজেপি”।
কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করে মন্ত্রী শোভনদেব বলেন, “যেভাবে চালাচ্ছে, তাতে গোটা দেশের সর্বনাশ ডেকে এনেছে বিজেপি। সামাজিক বা দলীয় সব দিক থেকে ক্ষতি হচ্ছে ভারতের। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সবকটি রাজ্য। বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছে। তাই পশ্চিমবঙ্গের মাটি থেকে ওদের উৎখাত করছে। সেই উদাহরণ উপনির্বাচনের ফলেই স্পষ্ট হয়েছে। দেরি নেই, এবার দেশ থেকেও ওরা উচ্ছেদ হবে”।
মেলায় ছোট–বড় মিলিয়ে মোট ৯০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে বলে জানান উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান ও জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব। ‘সমন্বয়’ পরিচালিত এই বইমেলা উত্তরপাড়া সিএ ময়দানে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে ফিরহাদ, শোভনদেব ছাড়াও সাহিত্যক আবুল বাশার, শিক্ষাবিদ সুগত মার্জিত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল প্রমুখ উপস্থিত ছিলেন।