সাউথ এশিয়ান গেমস বা স্যাগে ভারতের জয়জয়কার। প্রতিদিনই কোনো না কোনো ইভেন্টে সোনার মুখ দেখছে ভারত। এইবার সেই তালিকায় নয়া সংযোজন ভারতীয় মহিলা ফুটবল দল। সোমবার ফাইনালে আয়োজক দেশ নেপালকে হারিয়ে সাউথ এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে লাগাতার তৃতীয় বার সোনা জয় ভারতের। ২-০ গোলে নেপালকে এদিন হারিয়ে দেয় ভারত। আজ ফাইনালে ভারতের হয়ে জোড়া গোল করেন বালা দেবী।
নেপালের পোখরায় অনুষ্ঠিত এদিনের ম্যাচের তারকা ছিলেন নিঃসন্দেহে বালা দেবী। ২৯ বছরের এই স্ট্রাইকার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। চারটি ম্যাচে বালা দেবীর সংগ্রহ পাঁচটি গোল। ১৮ মিনিটের মাথাতেই প্রথম গোলটি করেন বালা দেবী। তারপর তিনিই ফের ৫৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন।
এদিন নেপালের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল ভারতের মেয়েরা। সঙ্গিতা বাসফোর, রতনবালা দেবীদের দাপটে মুখ তুলে দাঁড়াতেই পারছিলেন না নেপালের মহিলা ফুটবলাররা। পাশাপাশি, এদিন চমৎকার পারফরম্যান্স করে দেখিয়েছেন গোলকিপার অদিতি চৌহান। বেশ কিছু গোল বাঁচিয়ে এই ম্যাচে এক্কেবারে চ্যাম্পের মতোই পারফর্ম করেছেন অদিতি।