বুলবুলে আক্রান্ত মানুষদের জন্যে কেবলমাত্র কুম্ভীরাশ্রু বর্জন করেছে বিজেপি। কিন্তু প্রথম থেকে পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার উদ্যোগে দেওয়া হয়েছে ক্ষতিপূরণ, সেলাই মেশিন, ধানঝাড়া মেশিন, পড়ুয়াদের খাতা-বই ইত্যাদি। শুধু তাই নয়, বুলবুলে যাঁদের পাকাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।
প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান গতকাল এই কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার মানবিক। প্রতিটি জায়গায় সরকারের তরফে ত্রাণ পৌঁছেছে। পরবর্তী ক্ষেত্রে আরও কোনও চাহিদা থাকলে তাও পূরণ করবে সরকার।
জাভেদ এদিন বলেছেন, “বুলবুল ঝড়ে কোনও অর্থসাহায্য করেনি কেন্দ্র। রাজ্য সরকার তাদের সাধ্যমত মানুষের পাশে আছে। ত্রিপল, শাড়ি, ধুতি, পাজামা, কম্বল ইত্যাদি সবই দেওয়া হয়েছে”।