নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তুমুল বিতর্ক দেশ জুড়ে। এই আবহে প্রতিবাদ, বিক্ষোভকে সঙ্গী করে সোমবার লোকসভায় পেশ হল ওই বিল। এ দিন বিলটি আলোচনার জন্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করার পর আলোচনা শুরু হয়ে যায়। বিলের তীব্র বিরোধিতা করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিলটি সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী বলে আখ্যা দিয়েছেন তিনি। বিলটির বিরোধিতা করেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। যদিও এ দিন অমিত শাহ দাবি করেছেন, এই বিল সংখ্যালঘুদের বিরোধী নয়। এ দিন বিল পেশের আগে থেকেই দিল্লীর যন্তর মন্তরে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর সাংসদ বদরুদ্দিন আজমল।
দিন কয়েক আগেই বিলটিকে ছাড়পত্র দেয় মন্ত্রিসভা। গত জানুয়ারিতে লোকসভায় পেশ হয়েছিল সংশোধিত বিলটি। তাতে বলা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যাঁরা এ দেশে শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। বিলটিতে ভিত্তিবর্ষ হিসাবে ৩১ ডিসেম্বর, ২০১৪ সালকে ধরা হয়েছে। অর্থাৎ ওই দিনের আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন। কিন্তু মুসলিম শরণার্থীদের বিষয়টি বিলে অনুচ্চারিত থাকে। আর তাতেই স্পষ্ট হয়ে যায়, পার্শ্ববর্তী তিন মুসলিম দেশ থেকে আসা মুসলিমেরা এ দেশের নাগরিকত্ব পাবেন না।